সিনেটে জিজ্ঞাসাবাদের মুখে জাকারবার্গ-ডরসি

১৭ নভেম্বর, ২০২০ ১৭:২৭  
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের ভোট জয়ের পর সিনেটরদের ব্যাপক জেরার মুখে পড়তে যাচ্ছে টুইটারের জ্যাক ডরসি এবং ফেসবুকের মার্ক জাকারবার্গ। সাক্ষ্য দিতে মাত্র তিন সপ্তাহ পার হয়ে গেছে এই দুই প্রধান নির্বাহীর। কিন্তু তারপর থেকে রাজনৈতিক প্রেক্ষাপট অনেকটা ক্ষ্যাপাটে অবস্থায় রুপ নিয়েছে। সময়টা এখন ডেমোক্র্যাটদের। রিপাবলিকানদের নয়। ফলে এই জেরা সবচেয়ে বড় হুমকি রইল তাদের জন্য। কেননা বিচার বিভাগীয় কমিটির সদস্য হিসেবে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কমলা হ্যারিস। অবশ্য জেরায় তিনি অংশ নেবেন কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নির্বাচনের পর আশঙ্কা করা হচ্ছিল যে সোশ্যাল মিডিয়া বিশৃঙ্খলার আগুন জ্বালিয়ে দিতে পারে এবং রাস্তায় দাঙ্গার সৃষ্টি করতে পারে। যদিও শনিবার রাতে ওয়াশিংটনে হাতাহাতি হয়েছে, ব্যাপক অস্থিরতা বাস্তবায়িত হয়নি। সিলিকন ভ্যালির চারপাশে সম্মিলিতভাবে স্বস্তির নিঃশ্বাস শোনা গেছে। কিন্তু ভোট ঘিরে ভুয়া খবর এবং ভুল তথ্য উভয় প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে। টুইটার এবং ফেসবুক বিভ্রান্তিকর বিষয়বস্তুকে বিভিন্ন মাত্রার সাফল্যের সাথে চিহ্নিত করেছে। এটা তাদের আরো একবার প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে সংঘর্ষের পথে নিয়ে গেছে। রিপাবলিকানদের কন্ঠে শোনা গেছে অসন্তোষের আর্তনাদ- টুইটারের বারবার তার টুইটের লেবেলকে স্বাগত জানিয়েছে। অনেক রিপাবলিকান এখন পার্লারের বিনিময়ে টুইটার অ্যাপটির "বাক স্বাধীনতা" সংস্করণ ফেলে দেয়ার জন্য চাপ দিচ্ছে। কিন্তু টুইটার যদি দমন, টেক ডাউন এবং/অথবা একটি টুইট লেবেল করার সিদ্ধান্ত নেয়, তাহলে আপনি অনেক কিছু করতে পারেন। আপনি টুইটারে অভিযোগ করতে পারেন অথবা প্ল্যাটফর্ম ছেড়ে চলে যেতে পারেন, কিন্তু শেষ পর্যন্ত টুইটার সিদ্ধান্ত নেয় কি পদক্ষেপ নিতে হবে। টুইটার এই প্ল্যাটফর্মের মালিক। যদি তুমি নিয়ম পছন্দ না করো, খুব খারাপ। ফেসবুকের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। এই কারণে রিপাবলিকান সিনেটররা জাকারবার্গ এবং ডরসিকে ‘গ্রিল’ করার একটি সুযোগ হিসেবে দেখছেন। নির্বাচনের পর তাদের প্রথম সুযোগ। এবার তাদেরকে ধুয়ে দিতে পারেন তারা। কিন্তু দুই প্রধান নির্বাহী কর্মকর্তা সচেতন হবেন যে জো বাইডেনকে এখন তাদের খুশি করতে হবে। বিশেষ করে ফেসবুক ইতোমধ্যে প্রেসিডেন্ট নির্বাচিত সহযোগীদের ক্ষোভের কেন্দ্রবিন্দুতে রয়েছে।